Job Title Computer operator Employer Name Sylhet DC Office Employers Description Job Circular Date 08 November 2020 Type of Job Full Time Ministry or Department Ministry of Public Administration Job Circular Last Date 08 December 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট সংস্থাপন শাখা নিয়োেগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়-এর ১৪ জানুয়ারি ২০২০ তারিখের ০৫.০০.০০০০.১০৬.১১.০৯০.১৬-১৬ নম্বর স্মারকে ছাড়পত্র মােতাবেক এবং বিভাগীয় | কমিশনারের কার্যালয়, সিলেট-এর ১১ ফেব্রুয়ারি ২০২০ তারিখের ০৫.৩৬.০০০০.০১০.১৯.০০২.১৯.২ নম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক্সে কার্যালয়, সিলেট এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে লােক নিয়ােগের মিত্ত নিয়াক্ত শর্তে সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত চাকরির আবেল মডেল পদের নাম ও সংখ্যাঃ সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (০৫ টি) সাটমুদ্রাক্ষারিক কাম কম্পিউটার অপারেটর (০৫ টি) ১। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগৱিক ও সিলেট জেলার স্থা