Job Title Driver Employer Name Sunamganj District Council Employers Description Job Circular Date 12 October 2020 Type of Job Full Time Ministry or Department Job Circular Last Date 27 October 2020 জেলা পরিষদ কার্যালয় সুনামগঞ্জ। নিয়ােগ বিজ্ঞপ্তি জেলা পরিষদ, সুনামগঞ্জ এর নিম্নে বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের জন্য নিম্নবর্ণিত শর্তাবলী পূরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে : পদের নাম ও সংখ্যাঃ ড্রাইভার (০১ টি) দরখাস্ত/আবেদনের শর্তাবলী : ০১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। ০২। আবেদনকারীকে নির্ধারিত ফরম প্রিন্ট করতঃ ছকের খালিঘর স্বহস্তে পূরণ করে আগামী ২৭ অক্টোবর ২০২০ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযােগে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, সুনামগঞ্জ বরাবর পৌছাতে হবে। আবেদনের ফরম জেলা পরিষদ ওয়েবসাইটে (WWW.zpsunamganj.gov.bd) পাওয়া যাবে। ০৩। আবেদনকারীর বয়স ২৭ অক্টোবর ২০২০ তারিখে ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধা কোটায় বীর মুক্তিযােদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। কিন্তু বয়সের ক্ষে