Job Title Driver Employer Name NASSA GROUP Employers Description Job Circular Date 10 October 2020 Type of Job Full Time Ministry or Department Job Circular Last Date 24 October 2020 নাসা গ্রুপ নিয়ােগ বিজ্ঞপ্তি নাসা গ্রুপের প্রধান কার্যালয়ের জন্য আকর্ষনীয় বেতন ও আধুনিক সুযােগ-সুবিধাসহ জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়ােগ করা হবে। পদের নাম ও সংখ্যাঃ ড্রাইভার অফিস পিয়ন ক্লিনার আগ্রহী প্রার্থিগণকে আগামী ২৪/১০/২০২০ইং তারিখের মধ্যে স্ব-শরীরে প্রধান কার্যালয়ে রক্ষিত নির্দিষ্ট বক্সে বায়ােডাটা, জাতীয় পরিচয়পত্র, ০২ কপি পাসপাের্ট সাইজের ছবি, সকল যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের (ড্রাইভার পদের জন্য ড্রাইভিং লাইসেন্স) ফটোকপিসহ আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরােধ করা হলাে।