গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয়। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রাজস্ব খাতভুক্ত ৩য় ও ৪র্থ শ্রেণীর নিম্নোক্ত শূন্য পদের বিপরীতে নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে: পদের নাম, বেতন | পদের | শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য মন্তব্য। ক্রম: স্কেল ও গ্রেড। সংখ্যা যােগ্যতা সাঁট মুদ্রাক্ষরিক ঢাকা, (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়। হতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কিশােরগঞ্জ, কাম-কম্পিউটার (খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; খুলনা, অপারেটর। (গ) টাইপের গতি প্রতি মিনিটে সুনামগঞ্জ, বেতন স্কেল:। ইংরেজি ৩০ শব্দ, বাংলা ২৫ শব্দ। সিরাজগঞ্জ, ১১০০০-২৭৩০০/ (ঘ) সাঁটলিপির গতি প্রতি মিনিটে গাজীপুর, (গ্রেড-১৩) ইংরেজি ৭০ শব্দ, বাংলা ৪৫ শব্দ। | কুমিল্লা, ময়মনসিংহ, জামালপুর, কম্পিউটার। (ক) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় রংপুর, অপারেটর হতে বিজ্ঞান বিভাগে স্নাতক নােয়াখালী, বেতন স্কেল: (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং | ভােলা, বরিশাল। ১১০০০-২৭৩০০/ (খ) টাইপের গতি প্রতি মিনিটে জেলার (গ্রেড-১৩) বাংলা ২৫ শব্দ, ইংরেজি ৩০ শ