গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ ট্যুরিজম বাের্ড
(জাতীয় পর্যটন সংস্থা)
পর্যটন ভবন (৯ম ও ১০ম তলা),
প্লট: ই/৫-সি/১, আগারগাঁও, প্রশাসনিক এলাকা, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭।
নিয়ােগ বিজ্ঞপ্তি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ ট্যুরিজম বাের্ডের (বিটিবি রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগের নিমিত্ত অনলাইন (Online) পদ্ধতিতে প্রয়ােজনীয় যােগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
পদের নাম ও সংখ্যাঃ
প্রশাসনিক কর্মকর্তা (০১ টি)
কম্পিউটার অপারেটর (০৩ টি)
অফিস সহকারী (০২ টি)
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
০১। নিয়ােগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান সংশােধিত হলে অনুসরণ করা হবে।
০২। অনলাইনে আবেদন করার পদ্ধতি: ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://btb.teletalk.com.bd-এই ওয়েবসাইটে প্রবেশ করে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন এবং আবেদনপত্র পূরণ করতে পারবেন।
(খ) আবেদনের সময়সীমা নিম্নরুপ:
i. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১১.০১.২০২১ খ্রি. সকাল ১০:০০ টা থেকে।
ii. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ১০.০২.২০২১ খ্রি. বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
iii, উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস (SMS) এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
০৩। নিয়ােগ পরীক্ষা ও প্রার্থী বাছাই সংক্রান্ত নির্দেশনাবলি ও শর্তাবলী: শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নলিখিত কাগজপত্র (১ সেট মূল কপি ও ১ সেট সত্যায়িত কপি) মৌখিক পরীক্ষার সময় দাখিল করবেন:
(ক) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি।
(খ) সকল শিক্ষাগত যােগ্যতার সনদের সত্যায়িত কপি।
(গ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে চেয়ারম্যান-ইউনিয়ন পরিষদ/মেয়র-পৌরসভা/সিটি করপােরেশনের ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের সত্যায়িত কপি।
(ঘ) আবেদনকারী বীর মুক্তিযােদ্ধার/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র;
(ঙ) আবেদনকারী বীর মুক্তিযােদ্ধার/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যা হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রার্থীর পিতা-মাতার নাম এবং বীর মুক্তিযােদ্ধার/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র/কন্যার নাম উল্লেখসহ বীর মুক্তিযােদ্ধার সঙ্গে তাঁর সম্পর্কের সুস্পষ্ট প্রত্যয়নপত্র;
(চ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
(ছ)) মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র (Admit card) ও Applicant's Copy সঙ্গে আনতে হবে।
০৪। লিখিত ও মৌখিক পরীক্ষার নােটিশ প্রার্থীর মােবাইলে SMS-এর মাধ্যমে ও BTB-এর ওয়েবসাইট-এর মাধ্যমে জানানাে হবে।
০৫। প্রার্থীদের লিখিত, মৌখিক এবং ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
০৬। আবেদনকারীর বয়স :
(ক) আগামী ১০.০২.২০২১ খ্রি. তারিখে ক্রমিক নং ১-৩ পর্যন্ত পদের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর। তবে, মুক্তিযােদ্ধা কোটায় ও | প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর। বয়স গণনার ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।
(খ) নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
০৭। আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্রতিবন্ধী সনদপত্র দাখিল করতে হবে।
০৮। এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা/শিশুসদন কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
০৯। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য” এ মর্মে জেলা কমান্ড্যান্ট-আনসার ও গ্রাম | প্রতিরক্ষা বাহিনী কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
১০। আবেদনকারী ক্ষুদ্র নৃ-গােষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
১১। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আন্তর্জাতিক/বেসরকারি সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র
প্রদর্শন করতে হবে।
১২। লিখিত পরীক্ষা/মৌখিক পরীক্ষা/ব্যবহারিক পরীক্ষায় (প্রযােজ্য ক্ষেত্রে) অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৩। কোন প্রার্থী নিয়ােগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৪। নিয়ােগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির ও চাপপ্রয়ােগ (Pressurize) প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১৫। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ এ নিয়ােগ কার্যক্রম আংশিক/সম্পূর্ণভাবে পরিবর্তন/বাতিলসহ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। এ নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
Comments
Post a comment