পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি
কালিকাপুর, পটুয়াখালী।
নিয়ােগ বিজ্ঞপ্তি
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্যপদে লােকবল নিয়ােগ/প্যানেল প্রস্তুতের নিমিত্ত পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগােলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত (পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ, বাউফল, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, রাঙ্গাবালী ও বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, তালতলী ও বেতাগী উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী) বাংলাদেশের অন্য সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট হতে অত্র পবিসের নির্ধারিত ফর্মে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রয়ােজনীয় শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য তথ্যাদি উল্লেখ করা হলাে:
পদের নাম ও সংখ্যাঃ
মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (৮২ টি)
আবেদনের শেষ তারিখ ১০/১২/২০২০ খ্রিঃ। বিস্তারিত তথ্য website:www.pbs.patuakhali.gov.bd এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড এর website:WWW.reb.gov.bd এ পাওয়া যাবে।
Comments
Post a comment