জেলা পরিষদ
জামালপুর।
নিয়ােগ বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ অধিশাখা), বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর গত ০৭/০৯/২০২০খ্রিঃ তারিখে ৪৬.৪২.০০০০.০০০.১১.০১০.১৭-১৩৮৭নং স্মারকে এবং গত ২২/১০/২০২০খ্রিঃ তারিখে ৪৬.৪২.০০০০, ০০০.১১.০১০.১৭-১৬৫৬ স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা পরিষদ, জামালপুর কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লােক নিয়ােগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যাঃ
অফিস সহায়ক (০৩ টি)
ড্রাইভার (০১ টি)
শর্তাবলীঃ
১। আবেদনকারীর বয়স ২২/১২/২০২০ খ্রিঃ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানদের সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।
২। আবেদনসমূহ প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, জামালপুর বাবরে আগামী ২২/১২/২০২০খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ে জেলা পরিষদ, জামালপুর কার্যালয়ে অবশ্যই ডাকযােগে পৌছাতে হবে। নির্ধারিত তারিখের পর ডাকযােগে বা অন্য কোন ভাবে প্রেরিত এবং সরাসরি দাখিলকৃত আবেদনপত্র গ্রহণ করা হবে না।
৩। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ ডিসেম্বর ২০১৪ খ্রিঃ তারিখের ০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.১৪.০১ নং স্মারকে জারীকৃত চাকুরির নির্ধারিত আবেদন ফরমের অনুকরণে জেলা পরিষদ জামালপুরের জন্য প্রস্তুতকৃত ফরমে আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফরম জেলা পরিষদ, জামালপুর এর ওয়েবসাইট প্রথম পাতার নােটিশে www.zpjamalpur.org পাওয়া যাবে। আবেদনপত্রের সাথে সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক নাগরিক সনদপত্রের মূলকপি ও ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ও শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।
৫। প্রার্থীর দরখাস্তের খামের উপর প্রার্থিত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। আবেদনকারীর নাম, ঠিকানা উল্লেখপূর্বক ১০ (দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটযুক্ত ৯.৫x৪.৫ ইঞ্চি বিশিষ্ট পৃথক ফেরত খাম জমা দিতে হবে।
৭। আবেদনের সাথে যে কোন তফসিলি ব্যাংক হতে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, জামালপুর এর অনুকূলে অফেরতযােগ্য ৩০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনের সাথে দাখিল করতে হবে। পােষ্টাল অর্ডার গ্রহণযােগ্য নয়।
৮। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় চাহিত কাগজপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে।
৯। কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা যথাযথ অনুসরণ করা হবে।
১০। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যাতায়াত বাবদ কোন ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা প্রদান করা হবে না।
১১। চাকুরীরত প্রার্থীদের আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে। কোন অগ্রিম কপি গ্রহণযােগ্য হবে না।
১২। প্রাপ্ত আবেদন বাছাইয়ের পর উপযুক্ত প্রার্থীগণকে লিখিত ও মৌখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
১৩। আবেদনপত্র গ্রহণ কিংবা বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৪। চাকুরীতে নিয়ােগের পূর্বে পুলিশ ভেরিফিকেশন ও সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।
১৫। চাকুরীর শর্তাবলী, বেতন ভাতা/সুযােগ-সুবিধার ক্ষেত্রে জেলা পরিষদ আইন ২০০০ ও স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও | কর্মচারী চাকুরী বিধিমালা, ১৯৯০ এবং সরকার কর্তৃক জারীকৃত নির্দেশাবলী প্রযােজ্য হবে।
১৭। আবেদনপত্র গ্রহণ/বাতিলসহ নিয়ােগ সংক্রান্ত সকল বিষয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
Comments
Post a comment