বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসাে)
প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
নিয়ােগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসাে)-এর নিম্নবর্ণিত শূন্যপদসমূহ পূরণের জন্য বাংলাদেশের যােগ্য প্রার্থীগণের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে:
পদের নাম ও সংখ্যাঃ
সায়েন্টিফিক অফিসার (০৪ টি)
নিম্নবর্ণিত শর্তসমূহ আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়:
১। http://sparrso.teletalk.com.bd তে প্রদত্ত নিয়মাবলী অনুসরণ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
২। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু এবং শেষ হওয়ার তারিখ ও সময়: (ক) আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৩/১১/২০২০ খ্রি: তারিখ সকাল ১০:০০ টা। (খ) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২২/১২/২০২০ খ্রি: তারিখ রাত ১১:৫৯ টা।। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ রাত ১১:৫৯ টার মধ্যে User ID- প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২। ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। (গ) পরীক্ষার ফি বাবদ টেলিটক প্রিপেইড মােবাইল ফোনের মাধ্যমে ৩০০ টাকা (অফেরতযােগ্য) অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
৩। বয়সসীমা: ২৫/০৩/২০২০খ্রি. তারিখে বয়স(ক) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাগণের পুত্র-কন্যা,শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ছাড়া অন্যান্য সকল প্রার্থীর বয়স সীমা ১৮-৩০ বছর। (খ) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাগণের পুত্র-কন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স সীমা ১৮-৩২ বছর।
৪। জাতীয়তা: (ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। (খ) সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযােগ্য বলে বিবেচিত হবেন।
৫। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে।।
৬। কোন প্রার্থী যদি ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযােগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরি থেকে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরুপ বরখাস্তের পর ২ (দুই) বছর অতিক্রান্ত না হয়ে থাকে, তবে তিনি আবেদন করার জন্য যােগ্য বলে বিবেচিত হবেন না।
৭। আবেদনপত্রে নাম ও জন্ম তারিখে ত্রুটি থাকলে, প্রার্থীর স্বাক্ষর না থাকলে অথবা অন্য কোনােরূপ গুরুতর (substantive) ত্রুটি থাকলে প্রার্থিতা বাতিল হবে।।
৮। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে; (ক) প্রার্থী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাগণের পুত্র-কন্যা হলে পিতা-মাতার অনুকূলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত সনদ অথবা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযােদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত মুক্তিযােদ্ধা সনদপত্রের ২ টি সত্যায়িত কপি জমা দিতে হবে। লাল মুক্তিবার্তা/ভারতীয় তালিকা/গেজেটের ২ টি করে সত্যায়িত কপি মুক্তিযােদ্ধা সনদের সঙ্গে দাখিল করতে হবে।। (খ) আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের ২ টি সত্যায়িত কপি দাখিল করতে হবে।
(গ) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। (ঘ) কোনাে প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনাে ডিগ্রিকে উপরােল্লিখিত পদের পার্শ্বে বর্ণিত কোনাে শিক্ষাগত যােগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি দাখিল করতে হবে।।
৯। ৮ নম্বর অনুচ্ছেদের বর্ণনামতে সকল তথ্য ও কাগজপত্রসহ অন্যান্য শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও গবেষণা সংক্রান্ত সাটিফিকেটের মূল সনদপত্র/প্রমাণপত্র-এর সত্যায়িত কপি মৌখিক পরীক্ষা বাের্ডে জমা দিতে হবে। মূল কপিসমূহ বাের্ডে প্রদর্শন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
১০। নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান এবং প্রযােজ্য ক্ষেত্রে পরিবর্তিত বিধি-বিধান অনুসরণ করা হবে।
১১। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১২। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/ বাতিল কিংবা বিধি মােতাবেক নিয়ােগ সংক্রান্ত যে কোন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন।
১৩। লিখিত পরীক্ষার প্রবেশপত্র http://sparrso.teletalk.com.bd ওয়েবসাইটে প্রাপ্তির বিষয়টি প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানাে হবে।
১৪। মৌখিক পরীক্ষার সময়সূচী স্পারসাের ওয়েবসাইটে (www.sparrso.gov.bd) প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে ডাকযােগে কোন সাক্ষাতকারপত্র প্রেরণ করা হবে না।
১৫। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘােষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনাে অযােগ্যতা ধরা পড়লে বা কোনাে প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের পরে যে কোনাে পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
Comments
Post a comment