Rajshahi Divisional Commissioner Office -Data entry operator and Office assistant- Job Circular 2020
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী
(হিসাব শাখা)
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার ১৩ সেপ্টেম্বর ২০২০ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৬৬.১১.০৩৯.১৬-১৫৫ স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার, রাজশাহী এর কার্যালয়ের জন্য নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্ত রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের নাম ও সংখ্যাঃ
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (০১ টি)
হিসাবরক্ষক (০২ টি)
ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর (০৪ টি)
রেকর্ড কিপার (০১ টি)
ড্রাইভার (০৯ টি)
ডেসপাস রাইডার (০৪ টি)
অফিস সহায়ক (০৭ টি)
অর্ডারলি (০৫ টি)
পরিচ্ছন্নতাকর্মী (০৩ টি)
বাবুর্চি (০২ টি)
মালি (০২ টি)
শর্তাবলী:
০১. নির্ধারিত আবেদন ফরম এবং প্রবেশপত্র রাজশাহী বিভাগের ওয়েবপাের্টাল www.rajshahidiv.gov.bd তে পাওয়া যাবে। আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়ােজনীয় তথ্য প্রদান করতে হবে।
২. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
৪. একজন প্রার্থী একটিমাত্র পদের জন্য আবেদন করতে পারবেন।
৫. বিভাগীয় কমিশনার, রাজশাহী বরাবর আবেদন করতে হবে।
৬. খামের উপরে মােটা অক্ষরে পদের নাম ও বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট | অক্ষরে লিখতে হবে।
৭. বিভাগীয়/চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের কোন অগ্রিম কপি গ্রহণযােগ্য বলে বিবেচিত হবে না।
৮. আবেদনপত্রের সাথে নিমােক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে: (ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তােলা ০২(দুই) কপি ৫x৫ সে.মি. ও ০১(এক) কপি স্ট্যাম্প আকারের রঙিন ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে।। (খ) প্রার্থীকে ১-০৭৪১-০০০০-২০১৭ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে ১ হতে ৫ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ১০০/(একশত) এবং ৬ হতে ১২ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা (অফেরতযােগ্য) জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফরমের নির্ধারিত স্থানে চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে।
Comments
Post a comment