বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ
১৪১-১৪৩, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০
নিয়ােগ বিজ্ঞপ্তি নং-০৩/২০২০
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নিম্নবর্ণিত ০৪ (চার) ক্যাটাগরির ১৮টি শূন্য পদে নিয়ােগের নিমিত্ত বর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online-এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :
পদের নাম ও সংখ্যাঃ
সহকারী প্রকৌশলী (০৪ টি)
উপ-সহকারী প্রকৌশলী (০৩ টি)
সহকারী কারিগরি কর্মকর্তা (০২ টি)
গাড়িচালক (০৯ টি)
০২। ২৫/০৩/২০২০ তারিখে প্রার্থীদের বয়স উল্লেখ করতে হবে।
০৩। আগ্রহী প্রার্থীদেরকে ২৫/১০/২০২০ তারিখ পর্যন্ত শুধুমাত্র www.jobsbiwta.gov.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে।
০৪। আবেদন করার সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী www.jobsbiwta.gov.bd সাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Applied ID টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত Applied ID টি রকেটের Biller Number হিসেবে ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে ডাচ্ বাংলা মােবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএ'র বিলার আইডি নং-৪২২ এ আবেদন ফি বাবদ ক্রমিক-০১-০৩ এ বর্ণিত পদের জন্য ৩২০ (তিনশত বিশ) টাকা এবং ক্রমিক-০৪ এ বর্ণিত পদের জন্য ২১৫/- (দুইশত পনেরাে) টাকা (অফেরতযােগ্য) আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আবেদনকারীগণকে নিজ নিজ Applied ID ব্যবহার করে www.jobsbiwta.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার | জন্য আবেদনপত্রে উল্লিখিত মােবাইল নম্বরে যথা সময়ে SMS প্রদানের মাধ্যমে অবহিত করা হবে।
০৬। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা (প্রযােজ্য ক্ষেত্রে) গ্রহণের সময় প্রার্থীদের আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়ােজনীয় দলিলাদি দাখিল করতে হবে।
০৭। চাকুরীরত প্রার্থীগণকে তাদের নিয়ােগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় (প্রযােজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ হলে চাকুরীরত প্রতিষ্ঠানের নিকট থেকে অব্যাহতিপত্র দাখিল করতে হবে। বিআইডব্লিউটিএ'র অভ্যন্তরীণ নৌ-পথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়ে : ২৪টি নৌ-পথ) খনন শীর্ষক প্রকল্প, ১০টি ড্রেজার, ক্রেনবােট, টাগবােট, অফিসার হাউজবােট এবং ক্রু-হাউজবােটসহ অন্যান্য সরঞ্জামাদি/যন্ত্রপাতি সংগ্রহ শীর্ষক প্রকল্প, ১২টি গুরুত্বপূর্ণ নৌ-পথের খনন শীর্ষক প্রকল্প এবং ২০টি ড্রেজার সহায়ক যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি সংগ্রহ শীর্ষক প্রকল্পে কর্মরত প্রার্থীদের বয়স শিথিলযােগ্য।
০৯। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ (বত্রিশ) বৎসর এবং মুক্তিযােদ্ধার নাতিনাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ (ত্রিশ) বৎসর।
১০। অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোন প্রকার যােগাযােগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
১১। নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
১২। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
১৩। প্রার্থীদের নিয়ােগ প্রদান করা বা না করার ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করেন।
Comments
Post a comment